নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তালিকাভুক্ত আরেক কোম্পানি অ্যাপেক্স ট্যানারির একটি কারখানা ভাড়া নিয়েছে। গাজীপুরের শফিপুরে অবস্থিত অ্যাপেক্স ট্যানারির দ্বিতীয় ইউনিটের জমি, বিল্ডিং, গোডাউন ও মেশিনারিজসহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিস এর আওতায় পড়বে।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্ত সই হয়েছে।
আলোচিত চুক্তির মেয়াদ ২০ বছর, যা ১ অক্টোবর, ২০২১ তারিখ থেকে কার্যকর হবে। চুক্তির মেয়াদ কালীন সময়ে প্রথম ১০ বছরের মাসে ২৭ লাখ ৫০ হাজার টাকা এবং পরবর্তী ১০ বছরের জন্য মাসে ৩০ লাখ ২৫ হাজার ভাড়া পাবে অ্যাপেক্স ট্যানারি।