সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আগামী নির্বাচনে আপনাদের লিডার কে? আন্দোলনে আপনাদের লিডার কে? কাকে ঘিরে আন্দোলন করবেন? কাকে ঘিরে সরকার গঠন করবেন? কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘একটি রাজনৈতিক দল আজকে ক্ষমতার খোয়াব দেখছে। কথায় কথায় আন্দোলনের ডাক দিচ্ছে। আন্দোলন করে সরকারকে হটাবে। এই দিবাস্বপ্ন দেখছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন সরকারকে আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এরইমধ্যে সিরিজ বৈঠক করাসহ বিভিন্নভাবে সরকার হটানোর হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন আসছে। এখনই শুরু হয়েছে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা? আবারও শুরু হইছে সেই খেলা! বিবৃতি দেখছি বক্তব্য দেখছি— ১৩ বছর ধরে তো বহু চেষ্টা করলেন, সরকার হটাতে। আগুন দিয়ে মানুষ পোড়ালেন। ভূমি অফিস পোড়ালেন, রাস্তাঘাট ধ্বংস করলেন। হাজার হাজার গাছ কাটলেন? কী পেলেন? আরও জনবিচ্ছিন্ন হয়ে গেছেন।’
‘এই আগুন সন্ত্রাস আপনাদের আরো পিছিয়ে দিয়েছে। সিরিজ বৈঠকের নামে যদি এ ধরনের সহিংস আন্দোলনের ছক করেন তাহলে আবারও পিছিয়ে পড়বেন।আবারও পিছিয়ে যাবেন। বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন দলকে ডাক দিয়েছেন। ঐক্যবদ্ধ তো গতবারও ড. কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য করেছিলেন। সেই ঐক্যের রেজাল্ট এই দেশের মানুষ দেখেছে’— বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
টানা মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে প্রশ্ন করতে চাই এবং বলতে চাই, আগামী নির্বাচনে আপনাদের লিডার কে? আন্দোলনে আপনাদের লিডার কে? কাকে ঘিরে আন্দোলন করবেন? কাকে ঘিরে সরকার গঠন করবেন? কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা।’
‘শেখ হাসিনার বিকল্প একজন নেতা দেখান? শেখ হাসিনার বিকল্প একজন নেতা আপনাদের দেখান? একজনকে দেখাবেন পলাতক দণ্ডিত আসামি; দণ্ডিত পলাতক এক ব্যক্তি তিনি আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী! এটা কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে- এটা কি শেখ হাসিনার বিকল্প হতে পারে?’
ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ এত বোকা নয়। মানুষ জানে বিএনপিকে ভোট দিয়ে লাভ নেই। আগামী বছর যখন মেগাপ্রকল্পগুলো একে একে উদ্বোধন হবে বিএনপি চোখে সর্ষের ভূত দেখবে। বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোক ক্ষমতায় দেখতে চায়; সেই মানুষ একমাত্র এখন শেখ হাসিনা।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন বিশ্বের প্রথম সারির একজন সৎ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটি আমি চ্যালেঞ্জ করেছি শেখ হাসিনার কোনো বিকল্প নেতা নেই। যা আপনাদের পার্টিতে পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? এর জবাব যদি টেমস নদীর পাড়ে চলে যায় তাহলে দেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গতকাল আমরা একটা আলোচনা সভা করি। এখন আমি প্রধান অতিথি হিসেবে আমারটাই হেডিং হবে-এটাই স্বাভাবিক। কিন্তু একটা হেডিংয়েও শেখ হাসিনার নামটা নেই। এটা কেমন সাংবাদিকতা? কোথাও বিএনপিকে নিয়ে এক কথা বলেছিলাম শেষে গিয়ে, ওইটাই হেডলাইন। এটা কেমন যেন হয়ে গেল? আপনাদের যারা হেডিং করে তাদের একটু বলবেন এসব। শেখ হাসিনার জন্মদিন, শেখ হাসিনা নেই।’ তাই এই বিষয়গুলো প্রাসঙ্গিক থাকা দরকার, আলোচনার প্রাসঙ্গিকতা দরকার বলেও অভিমত দেন ওবায়দুল কাদের।
কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।
সারাবাংলা/এনআর/একে