চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কিশোর গ্যাং সম্রাট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাকির হোসেন বাবুকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শোলকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেন বাবু উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের কাশেম মেম্বারের বাড়ির জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাং সম্রাট গ্রুপ উপজেলায় চাঁদাবাজি, মাদক, জমি দখল ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ গ্রুপ লিডার সম্রাট ২২ বছর বয়সে ১০টির অধিক মামলায় আটক হয়েছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সম্রাট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাকির হোসেন বাবুকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈনপুরা ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামি জাকির হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।