আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদেরকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ায় অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় ও রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১৮শ ৬ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদ্রাসার শীততাপ নিয়ন্ত্রিত দুটি কক্ষে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছেন।
টিকা কার্যক্রমকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নাজমুল উলা, স্কুলের প্রধান শিক্ষক ফজলুল কাদের, রফিকুল ইসলাম, মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ, সহকারী পরিচালক হাসান মাহমুদ ফয়সাল, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোঃ ইসহাক সহ প্রমুখ।
মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ বলেন, রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদের সুবিধার্থে ও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদানের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক টিকা কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসাকে বেচে নিয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এতে সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা টিকা নিয়েছে। ভবিষ্যতেও সরকারের বিভিন্ন কার্যক্রমে খাইরিয়া মাদ্রাসার পক্ষে সার্বিক সহযোগিতা করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ফাইজার টিকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই প্রদান করতে হয়। তাই আমরা উপজেলা পরিষদের একটি কক্ষে এই টিকা দেওয়া শুরু করি। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে উপজেলার সিইউএফএল স্কুল, খাইরিয়া আরবিয়া মাদ্রাসায়সহ ৩ টি উপকেন্দ্রে বুথ বসিয়ে টিকা কার্যক্রম চলছে।