মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া মাদরাসা আরবিয়া খাইরিয়া এতিমখানার উদ্যোগে ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা,র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১) ফেব্রুয়ারি সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে জৈদ্দারহাট হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এসে র্যালী সমাপ্ত হয়।
র্যালী শেষে মাদরাসার হলরুমে মাওলানা নাসির উদ্দীনের সঞ্চালনায় মাস্টার নাছিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ।
এতে বক্তারা বলেন,মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম,বরকত, সফিউর,জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলেরা।তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি।আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
আরও উপস্থিত ছিলেন,মাওলানা সুলাইমান,মাওলানা শফিউল্লাহসহ মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদরাসা আরাবীয়া খাইরিয়ার শিক্ষক মাওলানা আরাফাত হুসাইনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।