মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশ ন্যাপের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৬ সময় দেখুন
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশ ন্যাপের শোক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেযারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা পূরণ হওয়ার নয়।’

তারা আরও বলেন, ‘ইরানের শহিদ এই প্রেসিডেন্ট ‘বিশ্ব মুসলামসহ ফিলিস্তিনী জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত ইরানি প্রেসিডেন্টসহ কর্মকর্তারা ফিলিস্তিনী জনগণের সমর্থনে এবং গাজার চলমান যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাসহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ‘সম্মানজনক ও সাহসী অবস্থান’ গ্রহণ করেছিলেন।’

নেতৃদ্বয় আশা প্রকাশ করেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই বিরাট ক্ষতির প্রভাব কাটিয়ে উঠবে। ইরানি জাতি তাদের প্রথাগত সাহসের মাধ্যমেই এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে দ্রুততম সময়ে। ইরানি জনগণের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যা এই গুরুতর সংকট মোকাবিলা করতে পারে।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর