এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।
জামালপুরের ইসলামপুর চরপুটিমারী ইউনিয়নের আনন্দ বাজার বড় ব্রিজের নিকটবর্তী দশআনী নদী থেকে প্রায় ১০ লক্ষ টাকার বালু উত্তোলন করতেছে বালু দস্যুরা। ১০-১২ দিন যাবত বালু উত্তোলন চলমান রয়েছে। যার ফলে পার্শ্ববর্তী ফসলি জমি ভূগর্ভে পতিত হওয়ায় মারাত্মক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে বেশ কিছুদিন আগে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খানের সাথে কথা বললে তিনি জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু পদক্ষেপ গ্রহণে চলছে টালবাহানা। তিনি নিরব ভূমিকা পালন করছেন।
একই জায়গায় প্রায় ৭-৮ মাস আগে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ড্রেজার মালিককে এসিল্যান্ড রোকনুজ্জামান খান ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
এদিকে বর্তমান ড্রেজার মালিকের সাথে কথা বললে তিনি জানান, আমরা এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট মিল করেই বালু উত্তোলন করতেছি। আমাদের কোন সমস্যা হবে না।
এলাকাবাসীর জোর দাবি বালু দস্যুদের এই ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।