স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: স্থানীয় সরকারের সবচেয়ে নিচের স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জনের মৃত্যু, ৫০ জনের বেশি গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হওয়ার ঘটনা আরও একবার প্রমাণ করল এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।
বিরোধী দল নির্বাচনে নেই তারপরও সরকারি দল নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে বলে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন।
জাতীয় ঐক্য ফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, ক্ষমতাসীনরা ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/একেএম