সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

কক্সবাজারে ইপসা ফ্রি কিডস প্রজেক্টের আওতায় ৫০ জন শিশু কারিগরি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯ সময় দেখুন
কক্সবাজারে ইপসা ফ্রি কিডস প্রজেক্টের আওতায় ৫০ জন শিশু কারিগরি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পেল

প্রতিবেদন:
কক্সবাজারের নাজিরারটেক এলাকায় ইপসা ফ্রি কিডস প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন শিশুকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (ADC) জনাব রুবাইয়া আফরোজ।

ইপসা’র এডভোকেসি ফোকাল মুহাম্মদ আলী শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শাহ মোফাখখেরুল ইসলাম, সলিডার সুইস বাংলাদেশ চ্যাপ্টারের টেকনিক্যাল অফিসার লাকি আক্তার, সলিডার সুইসের হিউম্যানিটারিয়ান অ্যাকশন বিভাগের প্রধান ভারা Haag Arbenz, সুইস সলিডারিটির ডিটেক্টর কমিউনিকেশন ও ফান্ড রাইজিং বিষয়ক অফিসার জুডিথ শুলার, এবং কক্সবাজার সদর উপজেলা কর্মকর্তা জবরুত খান প্রমুখ।

এছাড়া, উল্লেখযোগ্য যে, সলিডার সুইস এর অর্থায়নে ইপসা ফ্রি কিডস প্রজেক্ট দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে শিশু শ্রম নিরসনে কাজ করে আসছে। প্রকল্পটির লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সমস্যার সমাধান করে এই শিশুদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান, যাতে তারা স্বাবলম্বী হয়ে উন্নত জীবনের পথে অগ্রসর হতে পারে।

এ ধরনের উদ্যোগে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পাশাপাশি তাদেরকে সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষিত পরিবেশে বড় হতে সহায়তা করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর