চট্রগ্রামের কর্ণফুলী উপজেলায় সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্যোগে শীতের শাল বিতরণ ও পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) কর্ণফুলীর ব্রীজঘাট চত্বরে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতের শাল বিতরণ ও বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত পিঠা স্টলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি রমজান আলী রমু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুরন্ত দুর্বারের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সম্মানিত ডিএমডি আলহাজ্ব লায়ন মোঃ হাকিম আলী।
সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সন্ঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চট্টগ্রামের সমন্বয়ক খানঁ তালাত মাহমুদ রাফি। বিশেষ অতিথি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, দুরন্ত দুুর্বার এর সাবেক সভাপতি মির্জা মোঃ বাহার উদ্দিন, সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিব, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি লায়ন এম, মুছা সিকদার, কর্ণফুলী উপজেলা কিন্ডার গার্ডেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নূর, আজিম হাকিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজুর আলম, জালাল আহমদ, লায়ন মোঃ ফারুক, মোঃ ছবুর, ওমর ফারুক রানা, যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাকিব, আশরাফ আলী মুন্না, জয়নাল আবেদীন, আলী আকবর, আরাফাত উদ্দিন রিয়ান, মনছুর আলম মুরাদ, ইমরান হোসেন তারা, ফয়সাল, সাইফুল ইসলাম আরিফ, মামুন, আল আমিন মুন্না, সিফাত হৃদয়সহ প্রমুখ।