রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

কর্ণফুলীতে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮ সময় দেখুন
কর্ণফুলীতে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম, ৪ মার্চ ২০২৫ (সোমবার): মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কর্ণফুলী উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

আজ সোমবার কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট বাজার ও চরপাথরঘাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়া ত্রিপুরা।

অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে

মূল্য তালিকা না থাকা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত
ইফতার সামগ্রী অস্বাস্থ্যকরভাবে তৈরি ও বিক্রি

উক্ত অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪টি মামলায় ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাজারে নজরদারি ও সতর্কতা

✅ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়।
অতিরিক্ত মজুদ ও কৃত্রিম সংকট তৈরি না করতে বিক্রেতাদের সতর্ক করা হয়।
✅ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেছে।

(প্রতিবেদন: নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর