স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮
ঢাকা: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান তিনি।
এ সময় ফিরোজায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও বিএনপি নেতা তাবিথ আউয়াল।
সম্প্রতি হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে। তার চিকিৎসক জানিয়েছেন বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেওয়া হতে পারে তাকে।
সারাবাংলা/এজেড/পিটিএম
খালেদা জিয়া
বিএনপি
সারাহ কুক