নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকা হতে অজ্ঞানপার্টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতাল সংলগ্ন এলাকা হতে মোঃ রাসেলকে (২৮) গ্রেফতার করে র্যাব-৩।
সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রাহাত হারুন খান।
তিনি জানান, ধৃত আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অজ্ঞানপার্টি মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার