এক্ষেত্রে আর গাড়ি বার করা যায় না। তবে এর সমাধান রয়েছে। আর সেটা হল গাড়িটিকে জাম্প-স্টার্ট করা। এটা আসলে একটা দ্রুততম সমাধান। শুনতে জটিল মনে হলেও প্রক্রিয়াটি খুবই সহজ। শুধু প্রয়োজন হবে অন্য একটি গাড়ির। যেখানে ভাল ব্যাটারি এবং জাম্পার কেবিল রয়েছে।
দ্বিতীয় গাড়িটিকে কাছে পার্ক করতে হবে:
ডেড ব্যাটারি-যুক্ত গাড়িটিকে জাম্প-স্টার্ট করতে দ্বিতীয় গাড়িটিকে কাছাকাছি পার্ক করতে হবে। এমন ভাবে রাখতে হবে যে, দুটি গাড়ির ব্যাটারি কাছাকাছি থাকে। কিন্তু মনে রাখতে হবে, দুটি গাড়ির যেন একে অপরকে স্পর্শ না করে রাখে।
ব্যাটারি এবং এর টার্মিনাল লোকেট করতে হবে:
বেশিরভাগ গাড়ির ব্যাটারিই থাকে ইঞ্জিন বে-তে। কিন্তু কিছু কিছু গাড়ির ব্যাটারি থাকে অদ্ভুত জায়গায়। এমনকী ইঞ্জিন বে-র এমন জায়গায় থাকে, যা নাগালে পাওয়া মুশকিল। তাই প্রথমে তা খুঁজে বার করতে হবে। ব্যাটারি টার্মিনালে স্পষ্ট ভাবে পজিটিভ এবং নেগেটিভ সাইন থাকে। নিশ্চিত হতে টার্মিনালে সংযুক্ত তারের রঙ দেখতে হবে। পজিটিভ টার্মিনালের সঙ্গে লাল তার জোড়া থাকে। আর নেগেটিভ টার্মিনালের সঙ্গে থাকে কালো তার।
আরও পড়ুন- সৌরভ কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে কী খাওয়ান? অবাক করবে মেনু, পুরোটাই চমক
ব্যাটারি টার্মিনালে জাম্পার কেবিল জুড়তে হবে:
ভাল গাড়ির ইগনিশন বন্ধ আছে কি না দেখে নিতে হবে। এবার কেবিলের একটা দিক নিতে হবে এবং লালটিকে ডেড ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগাতে হবে। এরপর ব্ল্যাক বা কালো ক্ল্যাম্পটি নিয়ে গ্রাউন্ডে তা সেট করতে হবে অথবা তা প্লাস্টিকের অংশে সেট করতে হবে। গাড়ির ধাতব অংশের সংস্পর্শে যাতে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার জাম্পার কেবিলের অন্য অংশটি নিয়ে ভাল ব্যাটারির পজিটিভ টার্মিনালের রেড ক্ল্যাম্পে জুড়ে দিতে হবে।
এরপর ব্ল্যাক ক্ল্যাম্পটিকে নেগেটিভ টার্মিনালে জুড়তে হবে। এটা করার সময় দেখে নিতে হবে জাম্পার কেবিলের চারটি ক্ল্যাম্প যেন একে অপরকে স্পর্শ করে থাকে। এরপর ডেড ব্যাটারিযুক্ত গাড়ির হুডের তলায় একটি রঙ না করা খালি ধাতব অংশ বার করতে হবে। বাকি থাকা ব্ল্যাক ক্ল্যাম্পটি তাতে জুড়তে হবে।
ভাল গাড়ির ইঞ্জিনে স্টার্ট:
ভাল ব্যাটারি-বিশিষ্ট গাড়ির ইঞ্জিনটি স্টার্ট করতে হবে। ২-৩ মিনিটের জন্য তা চালিয়ে রেখে দিতে হবে। এতে ডেড ব্যাটারিতে চার্জ হবে। এবার ডেড ব্যাটারি গাড়িটিকে চালু করতে হবে। এতে চালু না হলে কি অফ করতে হবে। অন্য গাড়িটি ১০-১৫ মিনিটের জন্য চালিয়ে রেখে আবার চেষ্টা করতে হবে। এবার তা কাজ করার কথা। আর তাতেও যদি না হয়, তাহলে বুঝতে হবে যে, গাড়ির ব্যাটারি সারানো যাবে না, বরং তা পাল্টাতে হবে।
জাম্পার কেবিল ডিসকানেক্ট করা:
এভাবে গাড়ি চালানোর পর তা চালিয়ে রেখে দিতে হবে। এতে গাড়ির ইঞ্জিন নিজে থেকেই চালু হবে। এবার সাবধানে জাম্পার কেবিল রিমুভ করতে হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 14, 2025 11:07 PM IST