ইম্প্রুভড কন্টাক্ট প্রাইভেসি কন্ট্রোল (Improved Contact Privacy Controls) – WhatsAppৃএর মাধ্যমে এখন ইউজাররা তাদের প্রোফাইল পিকচার (Profile Picture), স্টেটাস (Status), অ্যাবাউট (About), লাস্ট সিন (Last Seen), মাই কন্টাক্ট (My Contact) ইত্যাদি লুকিয়ে রাখতে পারে ‘এভরিওয়ান’ (Everyone) ও ‘নোবডি’ (Nobody) অপশনের মাধ্যমে। এখন WhatsApp-এর নতুন ফিচার ‘মাই কন্টাক্ট এক্সেপ্ট’ (My Contact Except) এর মাধ্যমে নির্দিষ্ট কোনও ব্যক্তির থেকেও তা লুকিয়ে রাখতে পারে ইউজাররা।