WhatsApp এই বছরের শুরুতে চালু করেছিল এডিট সেন্ড মেসেজ ফিচার। মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি এখন ইউজারদের জন্য চালু করেছে নতুন একটি ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচারটি হল ক্যাপশন এডিটিং ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা মেসেজ সেন্ড করার পরে মিডিয়া ক্যাপশন এডিট করার সুবিধা পাবেন। WhatsApp ইতিমধ্যেই ইউজারদের এই সুবিধা দিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। এর মানে হল যে WhatsApp-এর ইউজাররা তাঁদের পাঠানো ফটো, জিআইএফ, ডকুমেন্ট এবং ভিডিওগুলির ক্যাপশন পরিবর্তন করতে সক্ষম হবেন।