আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : অবৈধ মাদক ইয়াবা ও গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও দর্শনা থানায় মাদক বিরোধী অভিয়ান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- জীবননগর উপজেলার হাসপাতাল পাড়ার সাঈদ হোসেনের স্ত্রী রিনা সুলতানা (৪১) ও দর্শনার পাঠানপাড়ার মোস্তফা শেখের স্ত্রী শিউলি খাতুন (৩৭)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রিনা সুলতানার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দর্শনার শিউলি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২২ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। একই আইনে শিউলি খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য গ্রেফতার
চুয়াডাঙ্গায় ভরা বর্ষায় বৃষ্টির দেখা নেই, খরায় পুড়ছে ফসল