রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

‘জনগণ তো দূরের কথা নিজেদের নেতাকর্মীরাই বিএনপির সঙ্গে নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩ সময় দেখুন
‘জনগণ তো দূরের কথা নিজেদের নেতাকর্মীরাই বিএনপির সঙ্গে নেই’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিএনপি যদি কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে এবার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ১০ ও ৩০ ডিসেম্বর বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবার আর তা হতে দেওয়া হবে না।’

বিএনপির চলতি মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে জনগণ তো দূরের কথা নিজের নেতাকর্মীরাই নেই। গত ১০ ডিসেম্বর সমাবেশে ৫০ লাখ লোকের সমাগম করার কথা থাকলেও ৫০ হাজারও জড়ো করতে পারেনি। তাদের মুখে এসব কথা মানায় না।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টেলিভিশন অভিনয় শিল্পী সঙ্ঘের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের বিদায় চায় এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সাড়ে ১৩ বছর ধরে অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের বিদায় চায়। বিদায় চাইলে তাদের নির্বাচনে আসতে হবে। পানি ঘোলা করে মাছ ধরার চেষ্টা করা হলে তা দেওয়া হবে না।’

বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর এক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ইকবাল মাহমুদ টুকুর হয়তো মনে নেই গ্রেনেড মেরে ৫০০ জনকে আহত করেছে, ২৪ জন মারা গেছেন। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন তারা। অপারেশন ক্লিন হাটের নামে অফিস লুট করা হয়েছে। আওয়ামী লীগ সে তুলনায় কিছু করেনি। বিডিআর বিদ্রোহের ক্ষেত্রেও বিএনপির ইন্ধন ছিলো।’

এর আগে, টেলিভিশন অভিনয় শিল্পী সঙ্ঘের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘আগের চেয়ে আমাদের দেশের নাটক, অভিনয়ের মান বেড়েছে। পাশের দেশগুলোতে অন্য দেশের শিল্পীদের দিয়ে বানানো বিজ্ঞাপন চিত্র প্রচার করতে দেয় না। আমাদের দেশের শিল্পীরা অভিনয় ভাল করতে পারেন, দেখতে সুন্দর অতএব আমাদের শিল্পীদের দিয়েই বিজ্ঞাপন নির্মাণ করতে পারেন। বিজ্ঞাপনও একটি অভিনয়।’

টেলিভিশন শিল্পীদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়েও চিন্তা করছি। তিনি বলেন, ‘দাবি পূরণ করার চেষ্টা করছি। যা দাবির বাইরে ছিলো তাও পূরণ করার চেষ্টা করেছি।’

সারাবাংলা/জেআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর