Last Updated:
রঞ্জিত সরকার, পুরুলিয়া: জিনাত ধরা পড়লেও তাঁর প্রেমিক এখনও বাগে আসেনি। ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাধিক জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বন দফতর। মোট আটটি বিশেষ দল তল্লাশি চালানো হবে। ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে। বাঘের হদিশ পেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
Next Article
India Bangladesh Border: ‘আর এক পা এগোবেন না!’ কৃষ্ণনগরের আমবাগানে ওরা কারা! BSF-পুলিশ অভিযান, যারা ধরা পড়ল, চমকে যাবেন পরিচয় শুনে