05
বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি – বেলাপুর, মুম্বই এবং নাগপুরে ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি – আইজল এবনহ ইটানগরে রাজ্য দিবসের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বুধবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি – আহমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেহরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর এবং তিরুবন্তপুরমে মহাশিবরাত্রির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।