জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে একদিনের অভিযানে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। তারা মাদক কারবারি, ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী।
বুধবার (৯ মার্চ) সকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার পুলিশের মাদক বিরোধী ও বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী ১৪ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৩ জন সহ ৩৬ জনকে আটক করা হয়েছে।