ভিডিওতে দেখা যাচ্ছে, টিটিই জওয়ানদের বলছেন, “স্যার, আপনাদের স্লিপারে যেতে হবে।” এর জবাবে একজন জওয়ান বলছেন, “আপনি দুর্ব্যবহার করছেন, আমরা পাস নিয়েই এসেছি। আমরা তো সিটে না, করিডরে বসেছি।” টিটিই পাল্টা বলেন, “এটা এসি কোচ, এখানে বসা যাবে না। যাত্রীরা অভিযোগ করছেন।” (Representative Image: AI)