পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ৯ কোটি ৭৫ লক্ষ ৮ হাজার ২৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২২৯ কোটি ৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগেরকার্য দিবসের চেয়ে সূচক ২৪.৭৩ পয়েন্ট কমে ৪৬৬৪.৭৯ ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫৮ পয়েন্ট কমে ১৭৪৬.২২ পয়েন্ট এবং ডিএসইস শরীয়াহসূচক (ডিএসইএস) ৬.৪১ পয়েন্ট কমে ১০১৭.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ব্র্যাক ব্যাংক, সী পার্ল বীচ, তৌফিকা ফুড, ফাইন ফুডস,ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারী,ফু-ওয়াংফুড, মালেক স্পিনিং ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সোনালি আঁশ, সী পার্ল বীচ, এসইএমএল এলইসিমি. ফা. ,সমতা লেদার, জেমীনি সী ফুড, আইসিবি এমপ্লোয়ি. ফা. ১ স্কীম-১, ইউনিয়ন ইন্সুঃ, সিটি জেনারেল ইন্সুঃ, এফবিএফআইএফ ও আইএফআইসি ১ম মি. ফা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-মিডল্যান্ড ব্যাংক,ঢাকা ইন্সুঃ, সোনারগাঁও টেক্সটাইল, উত্তরা ফাইন্যান্স, অলটেক্স ইন্ডাঃ, কেডিএস এক্সেসরিজ, জিল বাংলা সুগার, শাশা ডেনিমস, সুহৃদ ইন্ডাঃ ও ভিএসএফ থ্রেড ডাইয়িং।