নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁস্থ পোরশা, সাপাহার এবং নিয়ামতপুরের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা। ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে নওগাঁ বই পট্টি কমিনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলার শৃষ্ঠ বিদ্যাপিট আল-হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য নিয়ামতপুরের কৃতি সন্তান এডঃ জোবায়ের ও সাপাহার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক আমিনুল হক (লুলু)।
এতে সভাপতিত্ব করেন শামীম হোসেন ও সঞ্চালনা করেন জারিফ।
এমপি প্রার্থী মাহবুবুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।