নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের আয়োজনে আন্তঃ জেলা সাঁতার ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ-২০২৫
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখরের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা পুলিশ সুপার
মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক। প্রতিযোগিতা শেষে জেলা পুলিশ সুপার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শারীরিক সুস্থতা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীমসহ নোয়াখালী ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।