নোয়াখালী প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জে আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবণ, মুড়ি’সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
শুক্রবার সকালে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বালি মসজিদ এলাকায় ৫শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সদস্য ফয়জুল সুমন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সামছুতিবরীজ স্বপন, যুগ্ম আহবায়ক সায়েম হোসেন সুমন, চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক জিএস নিজাম উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ’সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বছরের অন্য দিনগুলোর তুলনায় রমজান মাসে শ্রমজীবী মানুষদের কাজ কমে যায়। ফলে রমজানে অনেকে পরিবারের খরচ চালাতে কষ্ট করে। তাদের কথা মাথায় রেখে তারেক রহমান এর পক্ষ থেকে রমজানজুড়ে জেলার বিভিন্ন স্থানে মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।