নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন থেকে আব্দুস সাত্তার (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ভোর ৪টার দিকে ঘর থেকে বের হয়ে গেলে সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফরাজী বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুস সাত্তার ওই বাড়ির মুজিবুল হকের ছেলে। তিনি চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটের মুয়াজ ফ্যাশনের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী ডালিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুস সাত্তার প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রোববার সকালে বাড়ির পাশের একটি আম গাছে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুস সাত্তারের মৃতদেহ উদ্ধার করে।
পরিকল্পিত হত্যা কিনা জানতে চাইলে তার স্বজনরা বলেন, যেহেতু গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। দীর্ঘদিন ধরে জায়গা জমি বিরোধের জের ধরে হয়তো মানসিক চাপে তিনি আত্মহত্যা করতে পারেন।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, তাদের বাড়ির লোকজনের সাথে জায়গা জমি নিয়ে সাত্তারের বিরুদ্ধে রয়েছে। এইসব নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়েছিলো। রোববার ভোর ৪টার দিকে ঘর থেকে বের হন সাত্তার, এরপর আর তিনি ঘরে ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের একটি আম গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সবাই। জায়গা জমি নিয়ে বিরোধের জেরে তার ভাই সাত্তারকে হত্যা করা হতে পারে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটি হত্যা বলে দাবি করা হচ্ছে। তবে আমরা মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৩.০২.২০২৫ইং