অন্যদিকে, রাজার ভাই বিপিন রঘুবংশীর দাবি, সোনমকে অপহরণ করা হয়েছে। তাঁর দাবি, পুলিশ যেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে সেখানে সোনমকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, ‘‘পুলিশ জানে সোনম কোথায়? সোনমকে অপহরণ করা হয়েছে। সেখানকার লোকেরা জানিয়েছে যে মেয়েদের অপহরণ করে বিক্রি করা হয়।’’ রাজা রঘুবংশীর বড় ভাই মানব পাচারের গুরুতর অভিযোগ করেছেন। তাঁর ইঙ্গিত, যেখানে সোনম-রাজার স্কুটি পাওয়া গিয়েছে, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার৷