মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী যবিপ্রবি’র সেই মফিজুরের মৃত্যু

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ২, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: কর্মস্থলে ‘মানসিক নির্যাতনের’ শিকার হয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মাহুতি দিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জ্যেষ্ঠ চালক মফিজুর রহমান। গত শুক্রবার রাতে (২৯ ডিসেম্বর) গায়ে আগুন দেওয়ার পর সোমবার রাতে (০১ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুক ভিডিওতে তিনি কর্মস্থলে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ করেন এবং মারা গেলে যবিপ্রবির পরিবহন দফতরের পরিবহন প্রশাসক প্রফেসর ড. জাফিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

মফিজুরের গায়ে আগুন দেওয়ার পর পরিবহন প্রশাসক প্রফেসর ড. জাফিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যবিপ্রবি’র ২২ জন চালক ও হেলপার।

যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক মামলার অভিযোগ তুলে যবিপ্রবি’র জ্যেষ্ঠ চালক মফিজুর রহমানকে প্রায় ছয় মাস বসিয়ে রাখা হয়। এসময় তাকে কোনো গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়নি। সম্প্রতি ‘জব অব নেচার’ পরিবর্তন করে তাকে অফিসের কাজে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়। এছাড়াও তিনিসহ চালক ও হেলপারদের নানাভাবে মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে পরিবহন প্রশাসক প্রফেসর ড. জাফিরুল ইসলামের বিরুদ্ধে।

ওই চিঠি পাওয়ার পর ‘পিয়নের কাজ করতে হবে’ এই মানসিক যন্ত্রণায় মফিজুর ২৯ ডিসেম্বর রাতে বাড়িতে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে আগুন নিভিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে দ্রুত তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে (০১ জানুয়ারি) তিনি মারা যান।

এর আগে ফেসবুক ভিডিওতে মফিজুর রহমান বলেন, গত ৮ মাস জাফিরুল স্যার আমাকে অন্যায়ভাবে বসিয়ে রেখেছে। গত দু’দিন আগে অফিসিয়াল কাজের জন্য চিঠি দিয়েছে এবং বলেছে আমাকে আর কখনই গাড়ি দেবে না। এ কারণে মনের কষ্টে ক্ষোভে আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম।

তিনি আরও বলেন, আমি যদি মরে যাই তাহলে ওই পরিবহন প্রশাসকের শাস্তির ব্যবস্থা করবেন।

এদিকে, মফিজুর গায়ে আগুন দেওয়ার পর পরিবহন দফতরের প্রশাসক ‘উপাচার্যপন্থি শিক্ষক’ প্রফেসর ড. জাফিরুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূক আচরণের অভিযোগ আনেন। পরে কর্মচারি সমিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তার অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন ২২ জন চালক ও হেলপার।

অভিযোগে বলা হয়েছে, পরিবহন দফতরের পরিবহন প্রশাসক প্রফেসর ড. জাফিরুল ইসলাম যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ে পরিবহন দফতরের কর্মরত ড্রাইভার-হেলপারদের সঙ্গে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করেন। তেল মাপা কমিটি কর্তৃক মাইলেজ নির্ধারণ করে দেওয়ার পরেও পরিবহন প্রশাসক বিভিন্ন সময় কর্মরত ড্রাইভার-হেলপারদের তেল চোর বলেন।

এমনকি তারা মসজিদে নামাজ পড়তে গেলেও বলেন, তোরা তো তেল চোর তোদের নামাজ পড়ে কি হবে? এভাবে তাদেরকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করেন।

এছাড়া একজন সিনিয়র ড্রাইভারকে বিনা অপরাধে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সিনিয়র ড্রাইভার মফিজুর রহমানকে অফিসের দায়িত্ব দেওয়া হলে সে মানসিকভাবে ভেঙে পড়েন এবং অপমানিত হওয়ায় রাতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করতে যান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অগ্নিদগ্ধ মফিজুর হাসপাতালে যাওয়ার সময় তার স্ত্রী’কে বলে যান ‘আমার যদি কিছু হয় তুমি যানবাহন কর্মকর্তা ও পরিবহন প্রশাসকের নামে মামলা করবে।’

এদিকে, এসব অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের পরিবহন প্রশাসক প্রফেসর ড. জাফিরুল ইসলাম বলেন, সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

তিনি বলেন, ড্রাইভার মফিজুর রহমানের চরিত্র ভাল না। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক হেলপারের স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। এখন তার দুই স্ত্রী। এসব কারণে তার বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে গাড়ি থেকে সরিয়ে এনে পরিবহন পুলের গাড়ির সুপারভিশন করার দায়িত্ব দেওয়া হয়। রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে অবগত। মূলত পারিবারিক বিষয় নিয়ে কলহে সে মানসিকভাবে ভেঙে পড়েন। পারিবারিক কারণে সে গায়ে আগুন দিতে পারে।

ভিডিওতে অভিযোগের ব্যাপারে তিনি উল্লেখ করেন, তাকে দিয়ে একটি মহল ওইসব কথা বলিয়েছে।

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসনে বলেন, একজন সহকর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তাকে ‘গ্রাউন্ডস্’ করা হয়েছে। শুধু মফিজুর নয়; তিনজন চালকের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু মফিজুর সিনিয়র ড্রাইভার এ কারণে তাকে গাড়িগুলোর অফিসিয়াল সুপারভাইজারি করার দায়িত্ব দেওয়া হয়। ফলে তার অভিযোগ সঠিক নয়। এরপরও যেহেতু অভিযোগ পাওয়া গেছে এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ





Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

মামলার জট নিরসনে এ বছরই একশ দুইজন বিচারক নিয়োগ- জামালপুরে প্রধান বিচারপতি

মামলার জট নিরসনে এ বছরই একশ দুইজন বিচারক নিয়োগ- জামালপুরে প্রধান বিচারপতি

Five things you must never hide from your gynaecologist

Five things you must never hide from your gynaecologist

Divyenndu Sharma Posts a Striking Message Against ‘Macho’ Image of Men

Divyenndu Sharma Posts a Striking Message Against ‘Macho’ Image of Men

দেলদুয়ারে ৫৬ টি ভোট কেন্দ্র প্রতিনিধি নিয়ে এমপি টিটু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ৫৬ টি ভোট কেন্দ্র প্রতিনিধি নিয়ে এমপি টিটু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sleeping in a car: গাড়িতে উঠলেই অনেকে ঘুমিয়ে পড়েন, এর কারণ জানেন?

Sleeping in a car: গাড়িতে উঠলেই অনেকে ঘুমিয়ে পড়েন, এর কারণ জানেন?

All You Need To Know About The Ancient Grain|কামুটের গুণাবলী চমকে দেওয়ার মতো! জেনে নিন এই ঐতিহাসিক শস্যের উপকারিতা – News18 Bangla

All You Need To Know About The Ancient Grain|কামুটের গুণাবলী চমকে দেওয়ার মতো! জেনে নিন এই ঐতিহাসিক শস্যের উপকারিতা – News18 Bangla

৪২ লাখ শুল্ক ফাঁকির চেষ্টায় ৮৮ লাখ টাকা জরিমানা

৪২ লাখ শুল্ক ফাঁকির চেষ্টায় ৮৮ লাখ টাকা জরিমানা

Prevented from Installing Bandit Queen Phoolan Devi’s Statue in UP, VIP Skips NDA Meet in Bihar

Prevented from Installing Bandit Queen Phoolan Devi’s Statue in UP, VIP Skips NDA Meet in Bihar

‘দুইবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন’

‘দুইবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন’