রবিবার , ১৯ জুন ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

বন্যাকবলিত এলাকায় প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

প্রতিবেদক
bdnewstimes
জুন ১৯, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পাহাড়ি ঢল আর বন্যার কারণে দেশের যেসব এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে সেগুলোর শ্রেণি কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (১৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের সই করা অফিস আদেশ এই নির্দেশ দেন।

আরও পড়ুন: করোনায় শিক্ষাখাতে বড় বিপর্যয় দেখছেন শিক্ষাবিদরা

নির্দেশনায় বলা হয়েছে- সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: বন্যা ও পাহাড়ি ঢলে শিক্ষাখাতে নতুন বিপর্যয়

জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বন্যাকবলিত এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন মাঠ পর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন বলে নির্দেশনায় বলা হয়।

সারাবাংলা/টিএস/একে





Source link

সর্বশেষ - বিনোদন