স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪২
ঢাকা: লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক জজ ইকতেদার আহমেদ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। বৈধতা দিতে পারে একমাত্র জাতীয় সংসদ। তবে একটি গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। সে হিসেবে আপাতত বৈধ।’
রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংস্কার পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাবেক জজ ইকতেদার বলেন, ‘বর্তমান সরকারকে বৈধতা দিতে সংসদ লাগবে। দেশ ও জাতির মঙ্গলের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের সাথে ডায়লগ করতে হবে। সংলাপের বিকল্প নেই।’
এসময় ‘সংস্কার পার্টি’র নির্বাহী আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী বলেন, ‘এই সরকারের সঙ্গে জনগণের দূরুত্ব বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে পথে চলার কথা ছিল সে পথে চলছে না। সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারা কি করছেন? তারাও ব্যর্থতার দিকে এগোচ্ছে। কারণ তাদের সঙ্গে জনগণ ও সংস্কার সংক্রান্ত ব্যক্তিদের কোন সম্পৃক্ততা নেই। এই সংস্কার কমিটিগুলো ফেল করলে অন্তর্বর্তীকালীন সরকারসহ সবাই ফেল করবে।’
মেজর (অব.) আমীন আহমেদ আফসারী আরও বলেন, ‘৫ আগস্টের অভূতপূর্ব বিজয়ের পর সবাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই বেশি উদগ্রীব, কিন্ত আমরা মনে করি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভারসাম্য, স্থিতিশীলতা ও নিরপত্তা সুনিশ্চিত করা। তা না হলে সকল প্রচেষ্টা বিফলে যেতে পারে।‘
দীর্ঘদিন এই স্বাধীন দেশটি স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র ও গোষ্ঠিতন্ত্রের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে যে ভঙ্গুর গণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে একটি সার্বিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে মেজর আফসারী বলেন, ‘তবে অল্পদিনে একটি সরকারের পক্ষে তা সম্পন্ন করা দূরহ। কিন্তু কাজটি শুরু করা প্রয়োজন। কি করলে এবং অন্তত কতটুকু অগ্রসর হলে পরবর্তীতে তা চলমান থাকবে, সে দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সরকার কিছু কাজ করা শুরু করেছেন, কিন্তু তা যথেষ্ট না বলেই অনেকে মনে করেন।’
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘সংস্কার করতে সময় নেওয়া হোক তা সবাই চায়। তারমানে এই নয় নির্বাচন দিতে যেন লম্বা সময় নেওয়া না হয়।’
সংবাদ সম্মেলনে এসময় মেজর (অব.) সিরাজুল আনোয়ার, মেহেবুব চৌধুরী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও
অন্তর্বর্তীকালীন সরকার
টপ নিউজ
সংস্কার পার্টি