Advertise here
মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

বাংলাদেশ -মালদ্বীপ ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত আলোচনা ও পণ্য প্রদর্শন

প্রতিবেদক
bdnewstimes
জুন ২৮, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ


মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি :: 

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আজ ২৭ জুন ২০২২ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে First Economic Diplomacy Week – 2022 পালন করা হয়। মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোহামেদ ইয়াদ হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চপর্যায়ের ব্যবসায়ী ও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং হাই  কমিশনার সহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা একটি প্রেসেন্টেশন উপস্থাপন করেন।

পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন পন্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  মোহামেদ ইয়াদ হামিদ Economic Diplomacy Week অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

এরপর  হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বের কথা উল্লেখ করেন এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন। মালদ্বীপ আমদানি নির্ভর দেশ হওয়ায় তিনি সকল ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পন্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ এবং মালদ্বীপ আমদানি নির্ভর দেশ হওয়ায় তিনি সকল মালদ্বীভিয়ান ও প্রবাসী ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পণ্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সবশেষে নৈশভোজে বাংলাদেশী খাবার ও বাংলাদেশ হতে আমদানিকৃত ফলমূল পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ হতে আমদানিকৃত ওষুধ, এগ্রোফুড, হিমায়িত পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয়। উপস্থিত সকলে অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপস্থিত সকলে অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here