সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির আন্দোলন ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১০ ডিসেম্বর? ভুয়া, ভুয়া, ভুয়া। ৩০ ডিসেম্বর ভুয়া, ভুয়া, ভুয়া।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর তো এই নগরীতে বিজয় মিছিল হওয়ার কথা ছিল। ১০ ডিসেম্বর তো এমনও কথা ছিল তারেক রহমান এসে নেতৃত্ব দেবেন। ১০ ডিসেম্বর এমনও কথা ছিল বেগম জিয়া জেল থেকে এসে বিজয় মিছিলের নেতৃত্ব দেবেন, সরকারের পতন অনিবার্য। কি হলো? ১০ ডিসেম্বর ভুয়া, ৩০ ডিসেম্বর ভুয়া।
বুধবার বিএনপির গণঅবস্থান কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গতকাল আমাদের কেন্দ্র কর্মসূচি পালন করেছে, আজকে মহানগর এবং অন্যান্য সংগঠন করছে। এটা আমাদের কর্মসূচি, এখানে পাল্টা-পাল্টির কোনও বিষয় নেই। কার সঙ্গে পাল্টা-পাল্টি করবো।
বিএনপি ও সমমনাদের যুগপৎ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, আজকে খবর জানেন? পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট দেখলাম বিজয় নগরে সমাবেশ করছে, সব মিলিয়ে ২৪ দল। ৭ দলীয় জোট প্রেসক্লাবের সামনে চেয়ার পেতে বসে আছে, মঞ্চে ২০ জন, সামনে সাংবাদিকসহ আরও ১৫ জন। ১টা পর্যন্ত ৩ দল উপস্থিত ছিল, চার দল নাই। ৭ দলীয় ঐক্যজোট, তার পর সমমনা ১২ দল, বিএনপির সমমনারা দেখলাম ওই এলাকা (পল্টন) জুড়েই আছে।
তিনি আরও বলেন, তারা বসে আছে ফুটপাতের উপর, মঞ্চও সেখানে, শ্রোতাও সেখানে, সবাই ফুটপাতকেন্দ্রিক। তার পরে এলডিপি দেখলাম, সেই দৃশ্যপট, কয়েকজন হাতে গোণা বসে আছে। ৫৪ দল আজকে একজন শেখ হাসিনার বিরেুদ্ধে। কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে, ৫৪টি ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল। ভুয়া, ভুয়া, ভুয়া।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।
সারাবাংলা/এনআর/এনইউ