নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জেনে বিনিয়োগ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা সম্পর্কে না জেনে বিনিয়োগ করে দেখা যায় আমরা অনেকেই হতাশা গ্রস্থ হয়ে থাকি। এ জন্য অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি), আনুপাতিক হার (পিই রেশিও), কারণ এগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। পিই রেশিও না থাকলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। সাধারণত পিই রেশিও ৪০ পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। পিই রেশিও থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি)। তাই বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে যাবতীয় বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে।
দেশের প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক খাতের অন্তর্ভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড। পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে ২০১৬ সালে ৩.৩৮ টাকা, ২০১৭ সালে ৩.৮৩ টাকা, ২০১৮ সালে ৪.১৭ টাকা , ২০১৯ সালে ৪.৫৯ টাকা এবং ২০২০ সালে ৪.২৮ টাকা।
জানা যায়, (জুলাই-সেপ্টেম্বর ২০২১) ৩য় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৯ টাকা, গত বছর একই সময়ে যা ছিলো ১.২৬ টাকা। গত (৩০ সেপ্টেম্বর ২০২১) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩২.৭৪ টাকা। আগের বছর (৩০ সেপ্টেম্বর ২০২০) শেষে ছিলো ৩০.১১ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বিগত ৫ বছরের লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, ২০২০ সালে কোম্পানিটি নগদ ১২.৫০ শতাংশ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এছাড়াও ২০১৯ সালে ৭ শতাংশ, ২০১৮ সালে ২০ শতাংশ, ২০১৭ সালে ২০ শতাংশ, ২০১৬ সালে ২০ শতাংশ নগদে ও ২০১৯ সালে ২৩ শতাংশ, ২০১৮ সালে ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটির মোট ঋণের পরিমান ১ শত ৭১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫৬৪ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৫৬ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৩৮৯ টি। তাদের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩০.৫৫ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩০.৯৮ শতাংশ, বাকি শেয়ারের ০.৯০ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীদের হাতে ও ৩৭.৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২৬.৮০ টাকা। আজ (২৪ ফেব্রুয়ারি ২১) আজকের ওপেনিং প্রাইজ ২৬.৮০ টাকা। গত এক মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ২৬.৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৭.৩০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ২২.৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৭.৭০ টাকায়। পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেড বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।