বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

বৃহস্পতিবার সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ২৭, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ


সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ( ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকর অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ২১৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৬ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৪৮ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বাড়ায় শীর্ষ ১০ কোম্পানি: আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৮৮ বারে ১৪ লাখ ৮৪ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, কুইন সাউথ টেক্সটাইল,বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

দর পতনে শীর্ষ ১০ কোম্পানি: আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৭.১৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৯৪ বারে ২ লাখ ৩৫ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৪.৭৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৯৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। বিকন ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১১ টাকা ৫০ পয়সা বা ৪.৪৬ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-স্কয়ার টেক্সটাইল, হেইডেলবার্গ সিমেন্ট, জুট স্পিনার্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।





Source link

সর্বশেষ - বিনোদন