স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে ভিসা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের প্রতিনিধি দলে বেনজীরকে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে সরকারের ‘অপরিনামদর্শী ফ্যাসিবাদী’ সিদ্ধান্ত হিসেবেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেটস তালিকা প্রদান করেছে, সেখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমরা বিস্ময় ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম, আন্তর্জাতিকভাবে চিহ্নিত এই (বেনজীর আহমেদ) অপরাধীকে বাংলাদেশের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে।’
‘এর মধ্য দিয়ে তারা প্রমাণ করল, বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করে তারা তাদের মানবতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে। ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে গুম, খুন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের মতো ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধ্যতা প্রদানের চেষ্টা করবে এই ঘটনার মধ্য দিয়ে। সরকারের এই অপরিণামদর্শী ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পুলিশ প্রধান বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রে শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের ১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত কোনো ব্যক্তি শুধুমাত্র জাতিংঘের সুনির্দিষ্ট সম্মেলনে যোগ দিতে পারবেন এবং তার অবস্থান সীমিত থাকবে জাতিসংঘ প্রাঙ্গণে। আমরা মনে করি, এই ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকারের এই ধরনের দায়-দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেছে।’
সারাবাংলা/এজেড/এএম