নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ১৪ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৮১ লাখ ০৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সোনালী পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেড ৫ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
উত্তরা ব্যাংক লিমিটেড ২ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, বে লিজিং এন্ড ফাইন্যান্স, বিডি কম অনলাইন, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি , বসুন্ধরা পেপার, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডেল্টা স্পিনিং, ঢাকা ব্যাংক, ডমিনজ স্টিল বিল্ডিং, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফুয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেমিনি সি ফুড, জিনেক্স ইনফোসিস, এইচ আর টেক্সটাইল, ইনডেক্স এগ্রো, আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, কাট্টালি টেক্সটাইল, নাহি অ্যালুমিনিয়াম, অরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, প্রভাতি ইন্সুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পাওয়ার টেক, সি পার্ল বিচ এন্ড রিসোর্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিম টেক্স ইন্ডাস্ট্রিজ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।