আন্তর্জাতিক ডেস্ক
চলতি মাসের শুরুতে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে গঙ্গা নদীতে মরদেহ ভাসতে দেখা গিয়েছিল। মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বলে ধারণা করা হয়। ওইসব ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবার নদীতে মরদেহ ফেলার এক ভিডিও দেশটির সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা প্রচার করছেন।
এনডিটিভিতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, সেতু থেকে নদীতে একটি মরদেহ ফেলে দিচ্ছেন দুই ব্যক্তি। এদের মধ্যে একজন পিপিই পরিহিত। তবে এই ভিডিওটি সাম্প্রতিক। গত শুক্রবার (২৮ মে) উত্তরপ্রদেশের বলরামপুর জেলার রাপ্তী নদীতে মরদেহ ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা এটি।
মরদেহটি যে করোনাভাইরাসে আক্রান্তেরই তা পরে নিশ্চিত করেছেন বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই রোগীকে। ২৮মে তার মৃত্যু হয়। নদীতে লাশ ফেলে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
In UP’s Balrampur district, video of body of man being thrown in the river from a bridge has surfaced. The body was of a man who succumbed to Covid on May 28. pic.twitter.com/DEAAbQzHsL
— Piyush Rai (@Benarasiyaa) May 30, 2021
উল্লেখ্য, এর আগে মে মাসের শুরুর দিকে বিহারের বক্সার জেলার চাউসা গ্রামে গঙ্গা নদীতে ৪০টি লাশ ভেসে থাকতে দেখা যায়। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর ওই এলাকার ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশের গাজীপুর জেলার গঙ্গা তীরবর্তী গ্রাম গেহমারে আরও লাশ দেখা যায়। সেখানে একটি ব্রিজের নিচে লাশগুলো ভাসছিল।
সারাবাংলা/আইই