আন্তর্জাতিক ডেস্ক
মালির সাংবিধানিক আদালত দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা কর্নেল অসিমি গোইতাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে। তবে এর আগেই গত বুধবার (২৬ মে) কর্নেল গোত্তা নিজেকে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন।
বিজ্ঞাপন
শুক্রবার মালির আদালত এ ব্যাপারে বলেন, প্রেসিডেন্টের পদ শূন্য থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের আগস্টে মালির তৎকালীন নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারা কেইটা ও প্রধানমন্ত্রী বউবউ সিসেকে আটক করে ক্ষমতাচ্যূত করেছিল সেনাবাহিনীর বিদ্রোহী গ্রুপ। পরে আন্তর্জাতিক মহলের চাপে জান্তা সরকার ১৮ মাস মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ওই অন্তর্বতীকালীন সরকারে সেনাবাহিনীরও প্রতিনিধিত্ব থাকে। তবে গত সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার ওউনেকেও আটক করে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
এবারের ক্যু’র নেতৃত্বে ছিলেন কর্নেল অসিমি গোইতা। ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দিয়েছিলেন মোকতার ওউনে। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েছিলেন।
এর প্রতিক্রিয়ায় ওইদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করেন কর্নেল অসিমি গোইতা। তার দাবি, ওই দুই নেতা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন নাশকতার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার বাহ এনদাও এবং মোকতার ওউনে পদ ছেড়ে দিতে সম্মত হওয়ায় তাদের মুক্তি দেয় সেনাবাহিনী।
বিজ্ঞাপন
সারাবাংলা/আইই