05
শামিকে কেন খেলানো হল না! ক্যাপ্টেন সূর্য বলে গেলেন, টিম কম্বিনেশন-এর জন্যই শামিকে দলে রাখা হয়নি। এদিন অবশ্য শামির অভাব ঢেকে দিলেন অরশদীপ সিং, বরুণ চক্রবর্তীরা। ইংল্যান্ডকে ভারতীয় বোলাররা বেঁধে ফেললেন মাত্র ১৩২ রানে। বপুণ পেলেন তিন উইকেট, অর্শদীপ, অক্ষর ও পান্ডিয়া পেলেন ২টি করে উইকেট।