চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ডাকাতি, অরাজকতা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।
শনিবার (১’লা মার্চ) কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের মাসিক সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সভাপতিত্বে সিটিজেনস ফোরামের মাসিক সাধারণ সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজানে স্পেশাল মোবাইল টিম পরিচালনার মাধ্যমে তারাবী এবং ফজরের পর এলাকাভিত্তিক বিশেষ নজরদারি। কিশোর গ্যাং, চুরি, ছিনতাইয়ের ব্যপারে জিরো টলারেন্স। ধর্মীয় সম্প্রতি রক্ষায় এক হয়ে কাজ করার প্রত্যয়। মার্কেটের সামনে যানজট নিরসনে ব্যবস্থা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দোসরদের সংঘটিত হওয়ার চেষ্টা প্রতিরোধ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার জমির উদ্দিন, জামায়াত আমীর মুনির আবছার চৌধুরী, মোঃ ফারুখ, অধ্যাপক নজরুল ইসলাম, ওমর হায়দার, নুরুল ইসলাম, শেখ আহমদ, এডভোকেট নাজিম উদ্দীন, মাহবুবা ইলা খাদিজা, সিরাজুল মোস্তফা, মাওলানা আবদুল মাবুদ, সাইফুল ইসলাম, শাহানাজ বেগম বাহারুল ইসলাম প্রমুখ।
নাম: মোঃ সিরাজুল ইসলাম
মোবাইল: ০১৮৫৭৪৩৬৬০০