বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

রাঙ্গাঁকে কাদেরপন্থিদের অশ্লীল হুমকি

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৬, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ


ranga1

ঢাকা: সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাঁকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ‘দিগম্বর’ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরপন্থি নেতারা। ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ সভা ও মশিউর রহমান রাঙ্গাঁর কুশপুত্তলিকা জ্বালানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

গত ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মশিউর রহমান রাঙ্গাঁ জি এম কাদেরকে ‘জুতাপেটা’ করে তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন। তার এ বক্তব্যের প্রতিবাদে বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে আয়োজন করেন জি এম কাদেরপন্থি নেতারা। সমাবেশে বক্তারা মশিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে  এমন ঘোষণা দেন।

ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্রনেতা ও দলটির যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু, নাজমা আক্তার (এমপি) প্রমুখ।

সমাবেশে মশিউর রহমান রাঙ্গাঁকে উদ্দেশ্য করে সাইদুর রহমান টেপা বলেন, ‘জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু সরকারের দালালি করে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন। যারা দালালি করে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। সরকারের দালালি করছেন, আপনি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। জি এম কাদেরকে দেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জি এম কাদের একজন সৎ মানুষ।’

শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘মশিউর রহমান রাঙ্গাঁ আপনি জি এম কাদেরসহ জাতীয় পার্টির সব নেতাদের কাছে ক্ষমা না চাইলে, যেখানে আপনাকে পাওয়া যাবে সেখানেই দিগম্বর করা হবে। ঢাকা মহানগর প্রত্যেক থানায় আপনার কুশপুত্তলিকা দাহ করা হবে। কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না।’

সমাবেশে অন্যান্য বক্তারা জিএম কাদেরকে নিয়ে মশিউর রহমান রাঙ্গার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। সমাবেশে মশিউর রহমান রাঙ্গাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে গত রোববার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে জাতীয় পার্টি (রওশনপন্থি) আয়োজিত উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় রাঙ্গাঁ বলেন, ‘আসন্ন অধিবেশনে সংসদে জি এম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে। বেগম রওশন এরশাদের চেয়ারের পাশে তিনি আর বসতে পারবেন না। বেগম রওশন এরশাদের পাশের চেয়ারে বসবেন অন্য কেউ। সে ব্যবস্থা করা হয়েছে। জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না।’

জি এম কাদেরকে পার্টি অফিস থেকে জুতাপেটা করে তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন রাঙ্গাঁ।

The post রাঙ্গাঁকে কাদেরপন্থিদের অশ্লীল হুমকি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

সর্বশেষ - বিনোদন