বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

রাজশাহীতে টাইফয়েড টিকার ক্যাম্পেইন ১২ তারিখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৯ সময় দেখুন
রাজশাহীতে টাইফয়েড টিকার ক্যাম্পেইন ১২ তারিখ

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:
টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রাজশাহীতে শুরু হচ্ছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর রাজশাহী জেলায় ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডা. রেজাউল করিম আরও জানান, টাইফয়েড জ্বর একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এই টিকা গ্রহণের মাধ্যমে শিশুরা টাইফয়েড জ্বর থেকে কার্যকরভাবে সুরক্ষিত থাকবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর