নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলাধীন রশিদ নগর এলাকার পানির ছড়ায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু কর্তৃক নারী উদ্যোক্তা নীলিমা আক্তার চৌধুরীর পৈতৃক সুত্রে পাওয়া ভিটা জমিন অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে প্রকাশ, বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মুফিজুর রহমান চৌধুরীর কনিষ্ঠ মেয়ে নিলীমা আক্তার চৌধুরী জানান, আমরা পাঁচ ভাই বোনের ভোগদখলীয় জমি, আমরা কেউ বাড়িতে না থাকায় স্থানীয় সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৩৫) পিতা বাড়ু হাজী, তার ভাইয়েরা মিলে আমাদের ১০ শতক জমি জোরপূর্বক দেখল করে ফেলেছে। আমার কেয়ারটেকার উপর হামলা ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে আমি রামু থানায় জিডি করি। অনুসন্ধানে জানা যায়, গিয়াস উদ্দিন গং এলাকার প্রভাবশালী দুধর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু। তাদের বিরুদ্ধে ভূমি দস্যুতা, ইয়াবাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। সে এ বাহিনীকে লালন করে গরীব অসহায় মানুষদের জমি দখল সহ বিভিন্ন অপকর্ম করে। এই বিষয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান এলাকাবাসী। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমার দীর্ঘ দিনের ভোগ দখলীয় জায়গা অবৈধ ভাবে দখলে নেওয়ার পর ফেইসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন ভাবে আমাকে হয়রানী সহ হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, কাউকে প্রকাশ্যে হুমকি দেওয়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো আইনত দণ্ডনীয়। বর্তমান বাংলাদেশে এমন কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পাবে না। এই বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।