মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে (৩৮) গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের মোঃ গোলাম হোসেন সরকারের ছেলে। আব্দুল মালেক সলঙ্গা থানার তালিকা ভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে মাদকদ্রব্য পাচারের সময় রায়গঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোঃ ওয়াসিম আল বারীর নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে রায়গঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সলঙ্গা থানার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।