Last Updated:
কলকাতা: দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। যদিও রোহিত শর্মার পরিবারের তরফে এখনও এই নিয়ে কোনও সরকারি বিবৃতি আসেনি। তবে জানা গিয়েছে, রোহিত ও রীতিকার দ্বিতীয় সন্তান মুম্বইয়ে ভূমিষ্ঠ হয়েছে। পুত্রসন্তান হয়েছে তাঁদের।
তবে রোহিত বাবা হওয়ার পরই একটি প্রশ্নও উঠেছে। রোহিত শর্মা কি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট খেলবেন? তিনি কি এর মধ্যে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন? কিছুদিন আগে জানা গিয়েছিল, রোহিত শর্মা বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। কারণ নভেম্বরের শেষের দিকে রোহিত শর্মার বাবা হওয়ার কথা ছিল।
আরও পড়ুন- সঞ্জু- তিলকের সুপার ইনিংসের পর বল হাতে কামাল অর্শদীপ-বরুণের, সিরিজ জয় ভারতের
রোহিত সেই সময় স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভূমিষ্ঠ হয়েছে রোহিতের পুত্রসন্তান। আর এবার রোহিত শর্মার খেলা বা না খেলার প্রসঙ্গে ঢুকে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেছেন, তিনি রোহিতের জায়গায় থাকলে অবশ্যই পারথ টেস্টে খেলতেন।
টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রোহিত অবশ্য রয়েছেন দেশেই। তিনি অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। তা হলে কি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর অধিনায়ককে ছাড়াই বর্ডার গাভাসকর ট্রফিতে নামতে হবে ভারতীয় দল! বোর্ড কর্তারা মনে করছেন, এতে দলের মানসিক শক্তিতে প্রভাব পড়তে পারে। তাই রোহিতের ছুটি নিয়ে বিবেচনা করতে বসেছিলেন বোর্ড কর্তারা, জানা যায় এমনটাই।
আরও পড়ুন- রান উঠল হুড়মুড় করে, কী করে এত সহজে রান লুটলেন তিলক-সঞ্জু, হল পাঁচটি রেকর্ড
সৌরভ এদিন বলেছেন, আশা করছি রোহিত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া পৌঁছে যাবে। আসলে ভারতের এই দলটায় এখন নেতার প্রয়োজন। শুনলাম ওর পুত্রসন্তান হয়েছে। ও তো এবার নিশ্চিন্ত মনে অস্ট্রেলিয়া যেতে পারবে। প্রথম টেস্ট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। আমি ওর জায়গায় থাকলে অবশ্যই পারথ টেস্টে খেলতাম। এখনও তো সময় আছে। অস্ট্রেলিয়া সফর কঠিন হবে। রোহিত অসাধারণ অধিনায়ক।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 17, 2024, 12:19 AM IST