সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন দায়িত্বশীল নেতার কটূক্তির প্রতিবাদে চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।
এছাড়া, ১৬ জুন ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিলের ঘোষণা দেন ইসলামী দলটির নেতা। ওইদিন হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন। সেখানে প্রধান বক্তা ফয়জুল করীম এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলে মাওলানা ইশহাকের নেতৃত্বে খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি সমমনা দল নিজস্ব ব্যানারে অংশ নেয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিকেলে ৩টা ১৫ মিনিটের দিকে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে একটি মিছিল রাজধানীর নাইটএঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, কর্মসূচির অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
সারাবাংলা/ইউজে/একেএম