বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

সরকারের হৃদকম্প শুরু হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারে ‘হৃদকম্প’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্য্ক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে। এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যেই তাদের (সরকার) হৃদকম্প শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে।’

‘স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো একনায়ক, কোনো ফ্যাসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এখনো সময় আছে, আপনারা দেয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, ভোট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নেতা তো একজনই বাংলাদেশে- বেগম খালেদা জিয়া। তিনিই একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ ৯ বছরের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন।’

সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘করোনার টেস্ট, করোনার টিকা সংগ্রহ, বিতরণ- প্রত্যেকটা ক্ষেত্রে কীরকম তেলেসমতি কান্ড তারা ঘটিয়েছে, এটা আপনারা নিজেরাই দেখেছেন। একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন যার প্রতিটি কথা মিথ্যা ও জনগণের সঙ্গে প্রতারনামূলক। তারা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। এখন যদি কেউ হঠাৎ অসুস্থ হন, জরুরিভাবে হাসপাতালে যাওয়ার দরকার পড়ে, তাহলে হাসপাতালে আপনি কোনো চিকিৎসা পাবেন না।’

আবার এক নেতার পূজা শুরু হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালে বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজো চলছিল, তেমনি আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজো শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) পত্র-পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে, কীভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখতে পারছি, আবার সেই পুরনো শ্লোগান তারা নিয়ে এসেছে- এক নেতা এক দেশ, হাসিনার বাংলাদেশ।’

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির করোনা হেলপ সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর (দক্ষিণ ) বিএনপির সভাপতি আব্দুস সালাম বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

সর্বশেষ - বিনোদন