ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭
রাজশাহী: অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসর থাকলে সংস্কার সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করেছিলেন তারা যদি থাকে, তাহলে সংস্কার সফল হবে না।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’র আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
বিএনপি যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য জঘন্য কাজ করেছেন সচিব, ডিসি ও পুলিশ বিভাগসহ প্রশাসনের আরও অনেকে। তারা এখন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতারা এস আলম গ্রুপ এবং তার দোসররা দেশের টাকা অবাধে লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশে এখন সংস্কার কাজ চলেছে।’
তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই লাইসেন্স বাতিল করেছেন। তবে সেই পিস্তল এখনও জমা দেয়নি এবং উদ্ধারও হয়নি। এগুলো উদ্ধার করতে হবে। না হলে তারা ঘাপটি মেরে থাকতে থাকতে মাথাচাড়া দিয়ে উঠবে। আবারও গণতন্ত্র হুমকির মধ্যে পড়তে পারে। কারণ হাসিনা সরকারের আমলে আমলা থেকে নেতাকর্মীদের হাতে অনক অবৈধ টাকা রয়েছে।’
ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিচ্ছেন ভালো কথা। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো হস্তক্ষেপ করেন তাহলে ফল ভালো হবে না। আন্দোলনে হাজার হাজার নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে। শেখ হাসিনাকে আপনারা কিভাবে আশ্রয়-প্রশ্রয় দেন? এটা ঠিক না। খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশ অবস্থান করছে। এদের বিচার করতে হবে।’
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমার বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আলমগীর কবীর, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা পুতুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ।
সারাবাংলা/পিটিএম
টপ নিউজ
ফ্যাসিবাদী
সরকার
সংস্কার সফল