মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার সিপ্লাসটিভির প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদের নানী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। রবিবার (১৭ অক্টোবর) ভোর ছয়টায় নিজ বাড়ি বরুমচড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাবেয়া খাতুন ওই গ্রামের আবদুল হক সাওদাগরের স্ত্রী ও বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসীম উদ্দীন আমজাদীর মাতা৷ মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে বরুমচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমেছে।